“চাই না হতে উমা” ব্যতিক্রমী থিম-ভাবনা কাটজুড়ি ডাঙায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১০,অক্টোবর :: কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় সার্ব্বজনীনের ব্যতিক্রমী থিম-ভাবনা দিয়ে এবারে নজর কেড়েছে বাঁকুড়ার কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় সার্ব্বজনীন দূর্গা পূজা কমিটি ।

বছরে পাঁচদিনের জন্য কৈলাস থেকে উমা আসেন। তাঁকে আমরা সাদরে ফিরিয়ে আনি ঘরে, তাঁকে বরণ করি। তাঁকে পুজোও করি। কিন্তু আমাদেরই ঘরের তো কতশত উমা আছেন! তাঁরা হারিয়ে যান চোরাগলির বাঁকে।তাদের বরণ করে ঘরে ফিরিয়ে আনার ভার কে নেবে আজ?

অন্ধকার জীবনের হাজার আঘাতের পর তারা কিন্তু আর উমা হতে চান না। এবার পুজোয় তাঁদের ঘরে ফেরানোর গাথাই লিখতে চাইছে কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় সর্বজনীন । রজতজয়ন্তী বর্ষের নিবেদন”চাই না হতে উমা “।

এই পুজো মণ্ডপের প্রবেশ পথে বিভিন্ন ধরনের ছবি ও মডেল রাখা হয়েছে ৷ নারী নির্যাতন, নারী পাচারের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ‘আমাকে মুক্ত আকাশ দাও”, ‘বন্দি আমি মুক্ত করো’, ‘আমরা কি শুধুই খেলনা’, ফন্দি করে বন্দী করোনা-র মতো শব্দবন্ধ রয়েছে মণ্ডপ জুড়ে।

গ্রাম বাংলার ঠাকুরদালান ও আটচালার আদলে তৈরি মণ্ডপের মাটির বেদির উপর একচালার প্রতিমা পূজিত হবেন। লক্ষ্মী, সরস্বতীর মাথায় মুকুট রয়েছে। দেবী দুর্গার সন্তানরা ডাকের সাজের অলঙ্কারে সজ্জিত কিন্তু উমার গায়ে কোনও গহনা নেই৷ একদম সাদামাটা। সাধারণ একজন মহিলার রূপ এখানে দেওয়া হয়েছে। এই পুজো মন্ডপ দর্শনার্থীদের মন জয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =