নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাকদা :: চাকদাহ খেদাই তলা মনসা ঠাকুর মেলা এবার ৩১৯ বছরে পড়ল গত দু’বছর মেলা বন্ধ ছিল করোনা ভাইরাসের কারণে মেলা কর্তৃপক্ষ বলেন এবার আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য মেলায় স্যানিটাইজ করা হচ্ছে ।
মাঝে মাঝে মেডিকেল টিম বসানো হয়েছে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা আছে। কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য মেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ তার ব্যবস্থা নেবে কেউ আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অনুসন্ধান কেন্দ্রে নিয়ে এসে সমাধান করা হচ্ছে এবার মেলায় লক্ষ মানুষের ভিড় হয়েছে ।
যেহেতু গত দু’বছর আসতে পারেনি তাই জনতা সুন্দরভাবে মেলা ও মন্দির দর্শন করে মানত করছে মায়ের কাছে মন্দির সংলগ্ন গাছে ঢিল বেঁধে এক কথায় মেলায় এবার সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে