নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। নিজের বাগানবাড়িতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে নদীয়া চাকদহ থানা এলাকায়। জানা যায় চাকদহ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গৌড় পাড়া চালতাতলা এলাকার বাসিন্দা নারায়ন দে। বয়স আনুমানিক ৫০ বছর। নাড়ু নামেই পরিচিত। দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন তিনি।
আনুমানিক রাত ন’টা নাগাদ তিনি যখন বাড়ির পাশে নিজের বাগান বাড়িতে বসে ছিলেন ঠিক তখনই কয়েক জন দুষ্কৃতী তার বাগান বাড়িতে ঢুকে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার গলায় গিয়ে লাগে।
এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দেখে তার বাগানবাড়িতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ওই তৃণমূল কর্মী।তড়িঘড়ি তাকে প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন।এ বিষয়ে তৃণমূল নেতা তথা চাকদহ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন বিশ্বাস বলেন, এই ঘটনার পেছনে দুষ্কৃতীরা জড়িত রয়েছে। তবে কোন রাজনৈতিক দলের তা স্পষ্ট জানায়নি তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদাহ থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।