নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ১১,মার্চ :: কাঁকসার পাথরডিহায় আদিবাসী অধুষিত গ্রামে মিথেন গ্যাস উত্তোলনকারী এক সংস্থা নতুন প্রজেক্ট তৈরী করে কাজ শুরু করেছে।
অভিযোগ, প্রকল্পর জন্য জমি দিলেও ,দীর্ঘদিন ধরে স্থানীয় শাসক দল তৃণমূলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করেছে, ভোট করিয়েছে, অথচ এই সংস্থায় কাজের সময় বিরোধী বিজেপি সিপিআইএম কর্মীদের কাজে ঢোকানো হচ্ছে,কিন্তু তৃণমূল কর্মীরা কাজ পাচ্ছে না।
এবার কাজের দাবিতে তাই তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমিত্রা হাঁসদা দলের লোকজনদের নিয়ে সংস্থার মূল গেটের সামনে বাঁশ ফেলে রেখে আন্দোলোনে সামিল হলেন, দলেরই ব্লক সভাপতি নব সামন্তর বিরুদ্ধে।
অভিযোগ বারবার ব্লক সভাপতিকে বিষয়টি বলা হলেও ব্লক সভাপতি তাদের অন্ধকারে রেখে বিরোধীদের নিয়োগ করেছে। এই আন্দোলনের পরও কাজের কাজ কিছু না হলে, পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার হুশিয়ারী দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ।
একই অভিযোগে সরব হয়ে পাথরডিহা আদিবাসী অধুষিত অঞ্চলের বাকি স্থানীয় তৃণমূল কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলোনে সামিল হন। নিয়োগের ক্ষেত্রে কোথাও টাকার লেনদেন নেই তো ? প্রশ্ন আন্দোলনরত তৃণমূল কর্মীদের একাংশের।
কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরডিহা গ্রামে দলের বিবাদের এই ছবি আরো একবার প্রমান করলো ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরের লড়াই সামাল দিতে বেশ হিমশিম খেতে হবে তৃণমূল নেতৃত্বকে।