চাকরির দুর্নীতিতে তোড়পাড় গোটা রাজ্য! চাকরি দেওয়ার নামের টাকা আত্মসাৎ অভিযোগে শুভেন্দুর খাসতালুক কাঁথি থেকে গ্রেফতার স্কুলের শিক্ষক, শোরগোল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: ৯ই,এপ্রিল :: রাজ্যের চাকুরি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যে শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। এখনোও পর্যন্ত প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দী রয়েছে।

একাধিক চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার হল স্কুলের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক শিক্ষক। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত শিক্ষক দীপক জানা। তাঁর বাড়ী ভূপতিনগর থানার মূলদা গ্রামে।

যদিও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি কাঁথি শহরের ১৭ নং ওয়ার্ড়ে করকুলি এলাকায় থাকতো। অভিযুক্তকে রবিবার কাঁথি আদালতে পেশ করবে পুলিশ। নিজেদের হেফাজতে আপিল করেছে কাঁথি থানার পুলিশ। গ্রেফতার দীপকের জানার বিরুদ্ধে একটি চাকরি নয় একাধিক চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে কাঁথি থানার তদন্তকারী থেকে জেলা পুলিশের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =