চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষনে অভিযুক্ত তৃনমুল নেতা আব্দুল মান্নানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করলো জেলা তৃনমুল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২০,মার্চ :: চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষনে অভিযুক্ত তৃনমুল নেতা আব্দুল মান্নানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করলো জেলা তৃনমুল। কোচবিহার জেলা তৃনমুল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ঘোষনা করেন জেলা তৃনমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

আব্দুল মান্নান দিনহাটা ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হল। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত ।

এই বিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারী আইনজীবী শুভব্রত বর্মন বলেন এদিন আব্দুল মান্নান এর জামিন এর আবেদন নাকচ করে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =