নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৫,আগস্ট :: ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়, তখন সেই তালিকায় ছিলেন ঝাড়গ্রামের বাসিন্দা সুবল সোরেন। হকের চাকরি ফিরে পেতে তাঁকে দেখা গিয়েছে আন্দোলনেও। কিন্তু আজও মেলেনি চাকরি।
শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল সুবল সোরেনের। বছর ৩৫ এর এই শিক্ষক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।