নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সপ্তগ্রাম :: সোমবার ১৮,আগস্ট :: আজ দুপুরে এসএসসি অফিস অভিযানে যোগ দিতে কলকাতা যাওয়ার কথা ছিল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। তবে তার আগেই পুলিশ তাঁকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বেথুযাডহরি ম্যাচপোতা হাই স্কুলের নবম-দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন সুমন বিশ্বাস। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের কারণে চাকরি হারান তিনি। সেই থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে সামনের সারির মুখ হয়ে ওঠেন।
রবিবার রাত তিনি কাটিয়েছিলেন সপ্তগ্রামে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকেই সোমবার সকালে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে সপ্তগ্রাম স্টেশনের পথে তিনি খবর পান, তাঁর কানাগড়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ফেসবুক লাইভে এসে সরব হন সুমন। ঠিক এরপরেই সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা।