চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ , তৃণমূল নেতাকে প্রকাশ্যে মারধর মহিলার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফ্রেজারগঞ্জ :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে এক তৃণমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় জামার কলার ধরে বেধড়ক মারধর করলেন এক মহিলা । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় , অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম স্বপন দাস। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারিত মহিলা নুপুর হাজরা অভিযোগ করেন যে , তাঁর স্বামী মারা যাওয়ায় কখনও ছেলেমেয়েকে চাকরি , কখনও রেশন কার্ড করে দেওয়ার নামে ধাপে-ধাপে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছেন ।

তাঁর আরো দাবী স্বপন দাস এলাকার বহু মানুষের কাছ থেকে চাকরি সহ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন। সেই নিয়ে প্রতারিত মহিলা তৃণমূলের বিভিন্ন নেতার কাছেও অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।

তবে অভিযুক্ত স্বপনবাবু টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন , “গাড়ি কেনা-‌বেচা নিয়ে ওই মহিলার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল । ওই ভদ্রমহিলার কাছ থেকে গাড়ি কেনা হয়েছিল । কিন্তু তার কাগজ পত্র বৈধ ছিলনা।

তাই নিয়ে কেস চলছে কাকদ্বীপ আদালতে। আর যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় আমি ডায়মন্ডহারবার জেলে ছিলাম। তাহলে তখন টাকা নিলাম কী করে? সবটাই মিথ্যা কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =