চাকরি হারা প্রায় ৩৫০,জন বসিরহাট মহাকুমার বিভিন্ন স্কুলে বন্ধের মুখে স্কুল বিজ্ঞানের শিক্ষক যাওয়ায় পড়াশোনা লাঠে উঠেছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৫,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের ব্লকের প্রায় ৩৫০,জন চাকরি হারিয়েছে যার ফলে বন্ধের মুখে স্কুল। একদিকে পরীক্ষা অন্যদিকে বেশিরভাগ শিক্ষক বিজ্ঞানের হওয়ায় পঠন পঠন একেবারে শিকেয় উঠেছে।

ইতিমধ্যে সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জ হাই স্কুল যেখানে ১৫ জন শিক্ষক রয়েছে যার মধ্যে ৫ জন শিক্ষক স্কুল থেকে চলে গেছে তারা প্রত্যেকে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা রয়েছে অন্যদিকে মদনমোহন বিদ্যাপীঠ ছয় জন শিক্ষক চলে গেছে ।

পাশাপাশি বাদুড়িয়ায় যাত্রা ও এল এম এস হাই স্কুল বসিরহাট টাউন হাই স্কুল ও হাই স্কুল সন্দেশখালির শেহারা রাধানগর মিনাখা হাড়োয়া স্বরুপনগর মোট দশটি ব্লকের বিভিন্ন স্কুল থেকে প্রায় বেশ কিছু জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন।

স্কুলে না আসায় রীতিমতো স্কুল বন্ধের মুখে এই নিয়ে একদিকে শিক্ষক সমাজ অন্যদিকে ছাত্রছাত্রীদের মনে ব্যাপক প্রভাব পড়েছে ।

যার কারণে তারা মেনে নিতে পারছেন না দ্রুত শিক্ষক শিক্ষিকা যদি স্কুলে না যুক্ত হন তাহলে বন্ধ করতে হবে পাশাপাশি পড়াশুনোর কাঠামো ভেঙে পড়বে বলে মনে করছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এমনকি স্কুলের শিক্ষকরা।

হিঙ্গলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ বলেন আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীর সঙ্গে ৬০৫ জন সেখানে ১৫,শিক্ষক শিক্ষিকা ছিলেন এখন কোন বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা নেই পাঁচজনই শিক্ষক চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =