নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ২৯,মার্চ :: সিঙাড়ায় চাটনি কম দেওয়ায় দোকানদারকে মারধরের অভিযোগে রাতেই আটক করা হয়েছিল দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিনকে। তাঁকে সদাইপুর থানার পুলিশ আটক করে। এদিন গভীর রাত্রে তাঁকে দুবরাজপুর থানায় নিয়ে আসে পুলিশ।
তবে শেষমেশ তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন। তারপর পি আর বণ্ডে তাঁর জামিন হয়। জানা যায়, দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্মশান কালী মন্দিরের পাশে একটি মিষ্টি দোকানে সিঙাড়া কিনতে যান দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন।
সেখানে সিঙাড়ার সাথে চাটনি চাওয়ায় এক কর্মীকে সপাটে চড় মারেন কাউন্সিলার। তারপর স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবী অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেপ্তার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।