চায়ের দোকানে বচসা নিয়ে গুলিবিদ্ধ তৃনমূল নেতা – রাজনৈতিক চাপান উতর শুরু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: চায়ের দোকানে রাজনৈতিক চর্চা। কথা কাটাকাটিতে এক তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ উঠল এলাকার এক দুষ্কৃতিকারী যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতা কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটাশপুর ২ ব্লকের সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েতের বড় উদয়পুর গ্রামে। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম তপন প্রধান।

সূত্রের খবর, পটাশপুর ব্লকের সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েতের বড় উদয়পুর গ্রামে বাসিন্দা সনোজিৎ নায়ক কর্মসূত্রে কলকাতায় থাকেন। গতকালই বাড়ি ফিরে সনোজিৎ নায়ক। এরপর স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিতে আসেন।

ওই দোকানে বসে ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সম্পাদক তপন প্রধান। চায়ের দোকানে চা খেতে খেতে দুজনের মধ্যে রাজনৈতিক নিয়ে কথাবার্তা শুরু হয়। এরপর দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারপরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

চায়ের দোকানে বসে থাকা বেশ কয়েকজন বাসিন্দারা তাদের মধ্যে সমস্যার সমাধান করে দেন। কিন্তু উত্তেজিত অবস্থায় গাড়ি থেকে একটি বন্দুক বের করে এনে তৃণমূলের বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলিটি শরীরে এফোঁড় ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে ওই তৃণমূল নেতা।

তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে দুষ্কৃতিকারী যুবক সনোজিৎ নায়ক। পাকা রাস্তার উপর পড়ে মাথা ফেটে যায় ওই যুবকের। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে পাকড়াও করে।

পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন ” অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্তের মাথা ফেটে যাওয়ায় এগরা হাসপাতালে পুলিশের ঘেরাটোপে চিকিৎসাধীন। বেশ কয়েকজন গুলি চালাতে চালাতে যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হয়নি তিনি “‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 8 =