সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: রবিবার ৬,এপ্রিল :: চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো শিশু কন্যার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড়ে। মৃত শিশুকন্যা সিমরান খাতুন(৭) ডায়মন্ড হারবার থানার মরুইবেড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবার থানার জোয়ারু এলাকায় আত্মীয়র বাড়িতে বাবা মায়ের সাথে গিয়েছিল ছোট্ট সিমরান।আজ ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড়ে একটি চার চাকার গাড়ি সিমরান খাতুনকে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জোয়ারু মোড়ে। অন্যদিকে ঘটনার পর মৃত শিশুর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান ডায়মন্ড হারবার থানার আধিকারিকেরা।
ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে থানার পুলিশ