নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়দিঘী :: শনিবার ১,ফেব্রুয়ারি :: শনিবার সাত সকালে স্থানীয় একটি পুকুর থেকে এক নাবালককে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, গোটা এলাকায়। এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘীতে ।
২৩ এর লাটের দত্তপাড়ার ৯ বছরের ধনঞ্জয় দত্ত ছেলেদের সঙ্গে রাস্তার দিকে খেলতে গিয়েছিল ২৮ শে জানুয়ারি। তারপর বাড়ি ফেরেনি ধনঞ্জয়।চারিদিকে খোঁজাখুঁজি ও নিখোঁজ পোস্টার লাগানো হয়েছিল। পরে রায়দিঘী থানাতে অভিযোগ জানানো হয়েছিল।
খেলতে গিয়ে পুকুরে পড়তে পারে এইরকম ধারণা নিয়ে পুকুরে জাল দেওয়া হয়েছিল। কিন্তু কোথাও সন্ধান মেলেনি ছোট্ট ধনঞ্জয়ের। গতকাল সন্ধ্যা নাগাদ পুকুরে হালকা হালকা মানুষের মত কিছু ভাসতে থাকে। আজ সকালে পরিষ্কার ভাসতে দেখা যায় ছোট্ট ধনঞ্জয় কে। তৎক্ষণাৎ সাড়া পড়ে যায় এলাকায়।
খবর যায় রায়দিঘী থানায়। রায়দিঘী থানার পুলিশ এসে ধনঞ্জয়কে পুকুর থেকে তুলে ময়না তদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ কেউ তাকে মেরে ফেলে দিতে পারে।ময়না তদন্তের পর উঠে আসবে প্রকৃত মৃত্যুর কারণ। যদি শিশুটিকে খুন করা হয় তাহলে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে পরিবারের পক্ষ থেকে।
গোটা এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে শিশুটির মা ও পরিবারের লোকজন। এ বিষয়ে মৃত নাবালকের বৌদি শ্যামলী দত্ত জানান, গত চার পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালক এরপর আজ অর্থাৎ শনিবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে ওই নাবালকের দেহ ভাসতে দেখা যায়।
এরপর স্থানীয়রা খবর দেয় রায়দিঘি থানাতে। রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।। আমাদের মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। আমরা চাই দোষের উপযুক্ত শাস্তি হোক।