নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার চার্জশিটে দাবি করেছে সিট যে উপর থেকে নিচে পড়েই ছাত্র নেতা আনিস খানের মৃত্যু হয়েছে । আনিশ কান্ডে আমতা থানার তৎকালীন ওসি সহ এক এএসআই, এক হোমগার্ড, দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫ জনের বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে এদিন চার্জশিট জমা দেয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিট।এদিকে, আনিসের বাবা সালেন খান এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। তিনি এদিনও বলেন, যে পুলিশ আমার ছেলেকে খুন করেছে সেই সিটের তদন্তে আশা ভরসা নেই। কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত দাবি করেছি । আমি সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে ডবল বেঞ্চে আবেদন জানিয়েছি। তার আজ শুনানি আছে।