চার চাকার উপর চেপে গেল ডাম্পার,দুমড়ে মুচড়ে গেল চার চাকার গাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: চার চাকার উপর চেপে গেল ডাম্পার,দুমড়ে মুচড়ে গেল চার চাকার গাড়ি, স্তব্ধ জাতীয় সড়ক। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ওল্ড কোর্ট এলাকা ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। অল্পবিস্তর আহত হয় আরোহীরা। ঘটনার পর থেকে পলাতক ডাম্পারের চালক খালাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 16 =