নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: চার বছরের বাচ্ছার সামনে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। বাবা ও মায়ের মৃতদেহের সাথেই ৪ বছরের সন্তান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উদয়নপল্লীতে।
মাত্র ৪ দিন আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন তারা৷ রাতে বাড়ি থেকে কোনো আওয়াজ পাননি প্রতিবেশী ও বাড়ির মালিক। দরজা ভেতর থেকে বন্ধই ছিল। মৃত দম্পতির নাম নির্মল গায়েন ও চন্দনা গায়েন।
এদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। পাশেই নির্মলের দিদির বাড়ি। গতকাল একটি সাইকেলও কেনেন নির্মল। আজ সকালে কাজে যাওয়ার কথা ছিল।
সেইমত একজন ডাকতে আসে। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকে। জানলা দিয়ে দেখা যায় চন্দনার রক্তাক্ত দেহ ও নির্মলের ঝুলন্ত দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দরজা ভেঙে বাচ্ছাকে উদ্ধার করা হয়।
আপাতত তাকে তুলে দেওয়া হয়েছে CWC এর হাতে। স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে পুলিশ।