চার মাস পর খুলল জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ৩১,আগস্ট :: চার মাস পর খুলল জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ব্যারেজের সেতু। রবিবার থেকে চালু হলো যানবাহন চলাচল। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পর্যটনকেন্দ্র ‘ভোরের আলো’ এলাকার ওই সেতুটি গত ২৭ এপ্রিল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মেরামত শুরু হয়েছিল।

মেরামতের জন্য সেতুটি পাঁচ মাস বন্ধ থাকার কথা ছিল। তবে চার মাসের মধ্যেই কাজ সমাপ্ত করে বরাত পাওয়া এজেন্সি।আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল। তবে সেতু দিয়ে ২৫ টনের বেশি কোন যানবাহন চলাচল করতে পারবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনীকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ রাজগঞ্জ ও মালবাজারের ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 11 =