নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: অন্তঃসত্তা সোনালি বিবিকে বাংলাদেশ থেকে ফেরাতে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিল আদালত।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সোনালি বিবি বাংলাদেশে অবস্থান করছিলেন। এ বিষয়ে মামলার পরিপ্রেক্ষিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের সে দেশে ‘পুশব্যাক করা’ ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করল কলকাতা হাইকোর্ট ।
শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ বীরভূমের দুই পরিবারের ছ’জনকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।
আদালত জানায়, মানবিক দিক বিবেচনা করেই অন্তঃসত্তা মহিলাকে দ্রুত ফেরানোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই নির্দেশ কার্যকর করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবীদের মতে, আদালতের এই রায় সোনালি বিবির নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চার সপ্তাহের মধ্যে তাঁকে ফেরত আনা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতিরা।