চালসা চাপরামারি ফরেস্টে ছোট গাড়ি ও আর্মি বাসে সংঘর্ষে আহত ৩*

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপরামারি :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: চালসা থেকে বিন্নাগুরি ক্যাম্প যাওয়ার পথে চাপরামারি ফরেস্টে একটি ছোট গাড়ির সঙ্গে আর্মি ভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য দুইজন যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে দিকে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরপরই পুলিশ ও আর্মি প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে। তবে, চাপরামারি ফরেস্টের মধ্যে বারবার এমন দুর্ঘটনা ঘটার ঘটনা কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =