নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ১৮,মে :: চালু না হতেই ভেঙ্গে তলিয়ে যাচ্ছে আত্রেয়ীর রিভার ড্যাম। আতঙ্কে এলাকার বাসিন্দারা। নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। ঘটনা চাক্ষুষ করে গণ অভিযোগের মাধ্যমে আন্দোলনে নামবার হুশিয়ারি এলাকার তৃণমূল কাউন্সিলরের।
বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকার এমন ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । যদিও আতঙ্কের তেমন কিছু নয় বলে দাবি করেছেন কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থা।
বাংলাদেশ থেকে ভারতে বয়ে আসা আত্রেয়ী নদীতে জলের সমস্যার কারণে চরম দুর্দশায় পড়েন এপারের কৃষকেরা। বছরের একটি নির্দিষ্ট সময়ে আত্রেয়ীতে জলস্ফীতি থাকলেও খরার সময়েই মূলত সমস্যায় পড়েন ভারতীয় কৃষকেরা। যার কারণ হিসাবে উঠে আসে বাংলাদেশের রাবার ড্যাম নির্মাণ।
দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকার কৃষকদের দীর্ঘদিনের সমস্যা উপলব্ধি করে বর্ষার অতিরিক্ত জল ধরে রাখতে বালুরঘাটে আত্রেয়ীর উপর ড্যাম নির্মানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। শহরের চকভবানী এলাকা থেকে ডাকরা পর্যন্ত আত্রেয়ীর বুক চিরে দীর্ঘ বেশকিছুদিন ধরে শুরু হয়েছে সেই ড্যাম নির্মাণ। দিনরাত এক করে তড়িত গতিতে চলছে যার কাজ। সেখানেই উঠে এসেছে নিম্নমানের কাজের অভিযোগ।
ড্যামের নির্মান কার্য সম্পুর্ন না হলেও একপাশ খুলে দিয়ে চলছে আত্রেয়ীর জল বের করে দেওয়ার কাজ। যে জলের গতিতেই ইতিমধ্যে ড্যামের বেশকিছু অংশ ভেঙ্গে ধসে গিয়েছে। ফাটল ধরে রয়েছে আরো বেশকিছু অংশে। যা নিয়েই রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ডাকরা এলাকায় ।