চাষবাসের মধ্যে দিয়েই চলছে জয়পুর খালনার জীবন জীবিকা তাই তারা দুর্গা পূজোর থেকে লক্ষ্মীপূজো বেশি গুরুত্ব দিয়ে করেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া  :: চাষবাসের মধ্যে দিয়েই চলছে জয়পুর খালনার জীবন জীবিকা তাই তারা দুর্গা পূজোর থেকে লক্ষ্মীপূজো বেশি গুরুত্ব দিয়ে করেন । বিভিন্ন ক্লাব বিভিন্ন ভাবনায় ফুটিয়ে তুলেছেন তাদের মন্ডপ খালনা বলাই স্মৃতি লক্ষ্মী মন্দিরের প্রতিমা ভাবনা মা আসছে, ধন-সম্পত্তি ও দৌলত নিয়ে ।

খালনা করুণাময় কিশোর সঙ্ঘের ভাবনা বিনাপানি, শান্তি সংঘের ভাবনা রাঙামাটির দেশে, খালনা আমরা সকল ক্লাবের ভাবনা অমরনাথ, আমরা সবাই ক্লাবের ভাবনা করোনা, একতা সঙ্ঘের ভাবনা খেলাঘর, মিতালী সঙ্ঘের মন্ডপ রাজস্থানের এক গণেশ মন্দির, কোহিনূর ক্লাবের ভাবনা সরগম।

খালনা আনন্দময়ী তরুণ সঙ্ঘের ভাবনা ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন ও চানাচুর ও চিপসের মধ্যে দিয়ে প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে। খালনা কালীমাতা তরুণ সঙ্ঘে ভূতের রাজা দিল বর। খালনা কৃষ্ণরায়তলা লক্ষী পূজা কমিটির ভাবনা পক্ষী সংরক্ষণ ও তার বার্তা। এছাড়াও মানুষের মন টানবে খালনা শিশু সঙ্ঘ, খালনা অন্নপূর্ণা ক্লাব, পশ্চিম খালনা আমরা সবাই প্রকৃতি পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =