কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ : বৃহস্পতিবার ২৮,ডিসেম্বর :: চাষীদের সরঞ্জাম রাখার ঘরে আগুন লাগালো দুষ্কৃতীরা। অভিযোগে সরব প্রায় ৩০ জন চাষী। মূলত মালদার মানিকচকের লক্ষ্মীপুর শেখপুরা ও লালবাথানি এলাকার চাষিরা রয়েছেন।প্রায় ৩০জন চাষীর চাষের যাবতীয় সরঞ্জামে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। আগুনে পুড়ে নষ্ট হল প্রায় দেড় লক্ষ টাকার সরঞ্জাম।
ফলে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত চাষীদের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার লালবাথানী মৌজার লারাঙ্গাবাদ মাঠ এলাকায়। চাষীদের অভিযোগ বুধবার রাতে দুষ্কৃতীরা মাঠের মধ্যে একটি খড়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই ঘরের মধ্যে রাসায়নিক সার, অনুখাদ্য, মাঠে জল দেওয়ার পাইপ, মেশিন ব্যাটারি সহ চাষের সরঞ্জাম সামগ্রী পুড়িয়ে দিয়েছে কেউ বা কারা। প্রশাসনের কাছে অপদরাধিদের সনাক্ত করে শাস্তির দাবি করেছেন চাষীরা।
এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাষীদের পক্ষ থেকে।ক্ষতি গ্রস্ত চাষীরা হলেন শেখ আতিউল ইসলাম(৪২),শেখ আসিমুদ্দিন(৫২),এনামুল হক(২৬),মোঃ আমাউল্লাহ (৩৮),আশিকুল(২৬),তাহাজুল(২৬) সহ অনেকেই।