নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ১২,অক্টোবর :: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম অঞ্চলের অধীনে মধ্যমগ্রামের বাসিন্দা প্রকাশ মির্ধা চাষের জমিতে কীটনাশক ঔষধ দেওয়ার সময় জমিতে বিদ্যুতের তার ঝুলে থাকার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়।
পাশের জমিতে কাজ করা অন্য ক্ষেতমজুররা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে পাহাড়হাটী হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।মৃত প্রকাশ মির্ধার বয়স আনুমানিক ৪৭ বছর।মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে।
এদিন দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।মৃত ব্যক্তির পুত্র প্রশাসন এর কাছে আবেদন করেছেন যদি সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে আমরা খুব উপকৃত হব।