কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১০ই,এপ্রিল :: চাষের জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। জমির কাদার মধ্যেই লুটিয়ে চললো দুই প্রতিবেশীর সংঘর্ষ।এলোপাথাড়ি হাসুয়া ও কোদালের কোপে গুরতরভাবে জখম হলেন ছয় জন।সোমবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার দিঘা বসতপুরের খানপুর-হুলাসপুরের মৌজায়।
জখমদের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে চিকিৎসা চলছে।একই পরিবারের জবেদ আলী,আসরাফ হোসেন,মুসারফ,রশেদ ও আমজাদ গুরতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জখমরা সংখ্যায় অনেক।হাতে হাতিয়ারে না পেরে লঙ্কার গুড়ো চোখে মুখে দিয়ে পরাস্ত করার চেষ্টা চালিয়েছে জমি জবরদখলকারীরা বলে অভিযোগ।
জখম পরিবারের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।জখম রাশেদ আলী ও মুসারফদের অভিযোগ, সকালে আমাদের চাষের জমি জোরপূর্বক ভাবে দলবল নিয়ে দখল করতে আসে গ্রামেরই একটি পরিবার।জমি জবর দখলে বাধা দিতে গেলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হাসুয়ার কোপ মেরে পালিয়ে যায়।আমাদেরও কাদায় ফেলে বেধড়ক মারধর করা হয়।কোনরকমে প্রানে বেঁচেছি।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।তাদের হাসপাতালেও দেখা পাওয়া যায়নি।চাষের জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। জমির কাদার মধ্যেই লুটিয়ে চললো দুই প্রতিবেশীর সংঘর্ষ।এলোপাথাড়ি হাসুয়া ও কোদালের কোপে গুরতরভাবে জখম হলেন ছয় জন।সোমবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার দিঘা বসতপুরের খানপুর-হুলাসপুরের মৌজায়।
জখমদের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে চিকিৎসা চলছে।একই পরিবারের জবেদ আলী,আসরাফ হোসেন,মুসারফ,রশেদ ও আমজাদ গুরতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জখমরা সংখ্যায় অনেক।হাতে হাতিয়ারে না পেরে লঙ্কার গুড়ো চোখে মুখে দিয়ে পরাস্ত করার চেষ্টা চালিয়েছে জমি জবরদখলকারীরা বলে অভিযোগ।
জখম পরিবারের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।জখম রাশেদ আলী ও মুসারফদের অভিযোগ, সকালে আমাদের চাষের জমি জোরপূর্বক দলবল নিয়ে দখল করতে আসে গ্রামেরই একটি পরিবার।জমি জবর দখলে বাধা দিতে গেলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হাসুয়ার কোপ মেরে পালিয়ে যায়।
আমাদেরও কাদায় ফেলে বেধড়ক মারধর করা হয়।কোনরকমে প্রানে বেঁচেছি।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।তাদের হাসপাতালেও দেখা পাওয়া যায়নি।