নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: সোমবার ৩,মার্চ :: চাষ জমিতে চললো বুলডোজার।কান্নায় ভেঙে পড়লেন চাষীরা।আসানসোল পৌরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের জামুরিয়ার নিঘার ঘটনা। জানা গিয়েছে জামুরিয়ার নিঘা এলাকায় আসানসোল পৌরনিগমের উদ্যোগে পাইপ লাইনের কাজ চলছে।ডামরা জল প্রকল্পের আওতায় নিঘা এলাকায় মাটির নীচে পাইপ লাইন পাতার কাজ চলছে।
তাই সেই এলাকায় চাষের জমিতে বুলডোজার চালিয়ে পাইপ লাইন পাতার কাজ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার উদ্যোগে এই কাজ করা হচ্ছে।এরফলে চাষ জমির প্রচুর সজ্বী নষ্ট হয়েছে।তা দেখে কান্নায় ভেঙে পড়েছেন চাষীর পরিবার।
চাষিদের দাবি প্রচুর সজ্বী নষ্ট হয়েছে।তাই অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হোক।চাষীদের এই দাবিকে সমর্থন জানিয়ে পাশে দাড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর, প্রতিনিধি এবং স্থানীয়রা।যদিও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থা।