নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: তৃণমূলের দাদাগিরির অভিযোগ। বন্ধ জল নিকাশি। ফলে নষ্ট কয়েকশ বিঘা জমির ধান চাষ। মাথায় হাত প্রায় তিনশ জন চাষির। পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের শ্যামপুরের এই ঘটনায় উত্তপ্ত এলাকা।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের প্রায় ৩০০ বিঘা কৃষি জমিতে বৃষ্টির জল জমে রয়েছে। ফলে চাষের কাজ করতে পারছে না স্থানীয় চাষীরা। রাস্তার উল্টোদিকে উদ্ভবপুর গ্রামে চাষআবাদ হয়েছে। অথচ শ্যামপুরের প্রায় ৩০০ চাষি এবং বাসিন্দাদের মাথায় হাত।
কেউ ভাগচাষি, কেউ সার কীটনাশকের ব্যবসায়ী, আবার কেউ এইসব জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। তাদের সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।