নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৬,নভেম্বর :: চিংড়িঘাটায় শান্তিনগরে যুবককে কাঁচি দিয়ে গলায় কোপ। কাঁচির কোপে মৃত্যু সাহেব আলীর। তাঁর বয়স ২২। ঠাকুর ভাসানের গান বাজানোর নিয়ে বচসার সূত্রপাত। বচসার জেরে কাঁচির কোপ বলে অনুমান। রক্তাক্ত অবস্থায় যুবককে প্রথম নিয়ে যাওয়া হয় যেন এন আর এসে। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
