চিকিৎসকের ভুলেই সব স্বপ্ন চুরমার, ঠিক কী ঘটেছিল সেদিন? জানালেন সোহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: সোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশাল ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার। তার সাজপোশাক থেকে গেরস্থালির নানা টুকিটাকির ভিডিও দেখতে ভালোবাসেন তার অনুরাগীরা।সবকিছু ভাগ করে নেওয়ার মতোই নিজের প্রেগন্যান্সির জার্নিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সোহিনী। সবটুকু ভালোভাবে কাটলেও শেষ রক্ষা হয়নি। ২২ আগস্ট সন্তান হারান সোহিনী। তারপর থেকেই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে।

এবার সেই নিয়ে মুখ খুললেন তিনি।তার সন্তানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই উঠে এসেছিল চিকিৎসকের গাফিলতির কথাও। পালটা ভিডিও পোস্ট করে সোহিনীর জটিলতার কথা তুলে ধরেছিলেন চিকিৎসক এসএন দাস। এরপর মঙ্গলবার স্বামী অনির্বাণের সঙ্গে সমস্ত প্রমাণ নিয়ে বসে একটি ভিডিও পোস্ট করে সোহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =