নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৫,নভেম্বর :: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রুগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে। মৃতদেহ নিতে অস্বীকার রোগীর পরিবারদের।বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর ইএসআই হাসপাতালে। মৃতের নাম আশীষ গাঙ্গুলি। বছর ৫৮ । আশীষ বাবু আসানসোলের এক বেসরকারি কারখানার কর্মী ছিলেন।
দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা আশীষ গাঙ্গুলি গত বুধবার রাতে আচমকা মাথা ঘুরিয়ে যাওয়াই দুর্গাপুর ইএস আই হাসপাতালে ভর্তি হন, আজ সন্ধেতে আশীষবাবুকে দেখে যান পরিবারের লোকজন, ভালোই ছিলেন তখন। ঘরে ফিরে পরিবারের লোক ফের হাসপাতালে ফোন করে জানতে চান কেমন আছেন রুগী । অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও কেউ ফোন ধরেনি হাসপাতালের ।
সন্দেহ হওয়াতে অন্য রোগীর কাছে জানতে পারেন আশিস বাবু অজ্ঞান অবস্থায় বেডে রয়েছেন, তড়িঘড়ি হাসপাতালে এসে পরিবারের লোকজন দেখেন আশীষ বাবু সাড়া শব্দ দিচ্ছেন না। নার্সদের বারবার বলা সত্ত্বেও ডাক্তার ডাকেননি বলে অভিযোগ। এরপর পরিবারের লোকজন হাসপাতালের তিন তলাতে যেখানে আশিস বাবু ভর্তি ছিলেন সেখানে ক্ষোভে ফেটে পড়েন,মৃতদেহ নিতে অস্বীকার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন, সরব হন চিকিৎসায় গাফিলতির অভিযোগে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুর ইএস আই হাসপাতালে। বিশাল পুলিশ বাহিনী ইএসআই হাসপাতালে ছুটে আসে