নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২২,জুলাই :: চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে।পেটের যন্ত্রণা নিয়ে এদিন সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গৃহবধূ। তারপরই ঘটল বিপত্তি।শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য নার্সদের একাধিকবার ডাকা হয় পরিবারের তরফে। কিন্তু নার্সরা কোনওরকম সাড়া দেননি বলে গুরুতর অভিযোগ মৃতার পরিবারের। মৃতার নাম আসমিরা বিবি।
অভিযোগ, সময়মতো চিকিৎসা না পাওয়ার ফলেই মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
মৃতার পরিবারের লোকজন চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এ প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শামীম মল্লিক জানান, অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকেই হাসপাতালে টানটান উত্তেজনা। গাফিলতির অভিযোগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা।