নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের ইংরেজবাজার শহরে। বুধবার দুপুরে গৌড়বঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকার এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয়েরা।
অভিযোগ, দুর্ঘটনায় জখম সিভিক ভলান্টিয়ার মিঠুন সিংহ(৩৭) নার্সিংহোমে ২৪ ঘণ্টা ধরে ভর্তি থাকলেও কোনও চিকিৎসা হয়নি। সকালে তাঁর মৃত্যু হয়। দুপুরে দেহ মেডিক্যালের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়েরা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে।পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম। জানা গেছে মৃত যুবকের বাড়ি ইংলিশ বাজারের খাসিমারি। গতকালকে বাড়ি ফেরার পথে সুস্তানি মোড় এলাকায় একটি জিসিপি ধাক্কা মারে।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা শহরের এই নার্সিংহোমে নিয়ে এসেছিল। আজ সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ২৪ ঘন্টা ধরে ফেলে রেখেছিল কোনরকম চিকিৎসা করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ আর তার কারণেই মৃত্যু হয়েছে।