নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: চিকিৎসার গাফিলতিতে অভিযোগে প্রসব হওয়ার আগেই এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতাল বিরুদ্ধে। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার দেওয়া গ্রামের সেলিনা খাতুন রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।পরিবারের দাবি সমস্ত রিপোর্ট ঠিক ছিল। কিন্তু তাদের অভিযোগ রবিবার রাতের পর থেকে চিকিৎসক বা নার্স কেউই গর্ভবতী মহিলাকে দেখতে আসেননি। তারপরই সোমবার সকালে শিশুটির জন্ম নেওয়ার আগেই মারা যায় বলে অভিযোগ। প্রসূতি মহিলার পরিবারের দাবি চিকিৎসার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে।
যার জেরে রোগীর আত্মীয় পরিজনেরা এদিন বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। । অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে