নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত খুরুন গ্রামের অষ্টম শ্রেণীর বুদ্ধদেব ঘোষ নামে এক ছাত্রকে জ্বর ও খিঁচুনি নিয়ে ভর্তি করা হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গতকাল ভর্তি হওয়ার পর বুধবার ভোর বেলা নাগাদ ওই ছাত্র মারা যান। ওই ছাত্রের মৃত্যুর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা ।
রোগীর পরিজনদের অভিযোগ, গতকাল ভর্তি হওয়ার পর কেবলমাত্র একবার চিকিৎসক এসেছিলেন রোগীকে দেখতে। এরপর আর কেউ আসেননি। দীর্ঘক্ষন ধরে এই ভাবে পড়ে থাকার পর বুধবার ভোররাতে মৃত্যু হয়। বারংবার পরিস্থিতির অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা অথবা ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করেনি। এই ঘটনার জেরেই তারা এদিন বিক্ষোভ দেখান । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।