নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: রবিবার ১০,মে :: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে। বুধবার রাতে বিষক্রিয়ায় অসুস্থ চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুর পর এই পরিস্থিতি তৈরি হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম সমিমা বেগম(২০) গাইসাল ২ পঞ্চায়েতের চারগাছিয়া মাকুয়াগাঁও এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সমিমা। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়ে।
বুধবার রাতে ফের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন রাত ১১ টা ১৫ মিনিটে মৃত্যু হয় সমিমার। এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
পরিবারের অভিযোগ, পুরোপুরি সুস্থ্য না হতেই তড়িঘড়ি ছুটি দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বিষক্রিয়ায় অসুস্থ রোগীকে আরও একদিন অবর্জাভেশনে রাখা উচিত ছিল।
হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখপাধ্যায় বলেন, চিকিৎসক হয়ত রোগীকে সুস্থ দেখেই ছুটি দিয়েছে। গেটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিজনদের প্রশ্নের উত্তর দেবে।