চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র তেহট্ট মহকুমা হাসপাতাল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: সোমবার ২৯,ডিসেম্বর :: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা,ভাঙচুর নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তেহট্টর জিৎপুর এলাকার মহম্মদ ইসমাইল শেখ নামে একজনকে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে।

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলেও সেখানে এসে কোনও চিকিৎসকের দেখা মেলেনি। কিছু সময় পরে কর্তব্যরত একজন চিকিৎসক আসেন।

তিনিই ওই রোগীকে আইসিইউ-তে ভর্তি করেন। সেখানেই ভোর রাতে মৃত্যু হয় তার। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনরা।

রোগীর পরিবারের ক্ষোভ, হাসপাতালে সামগ্রিক ব্যবস্থা, পরিকাঠামো নিয়ে। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে রোগী মারা যেত না।

হাসপাতালে পৌঁছানোর পরেও দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল রোগীকে এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যদের। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই এদিন এদিন হাসপাতালে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান পরিবারের সদস্যরা। যোগ দেন প্রতিবেশীরাও। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খুলতে চাননি।

গাফিলতির অভিযোগ তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করছেন। তাদের দাবি, চিকিৎসা সঠিক সময়েই শুরু হয়েছিল। কিন্তু রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে আর বাঁচানো যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারের সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =