চিকিৎসা করাতে গিয়ে রোগী ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ মহিলা চিকিৎসকের বিরুদ্ধে।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৩১,মে :: চিকিৎসা করাতে গিয়ে রোগী ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ মহিলা চিকিৎসকের বিরুদ্ধে।ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। কর্তব্যরত ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিরাপত্তারক্ষী এবং পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

যদিও অভিযুক্ত চিকিৎসকের পাল্টা দাবি রোগীর পরিবার তার সঙ্গে দুর্ব্যবহার করে হুমকি দিয়েছে। গতকাল সোমবার রাত্রে মালদহের হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের মশালদাহ বাজার প্রাথমিক উপ স্বাস্থ্য কেন্দ্রের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মশালদহ বাজার এলাকার লতাছি গ্রামের বাসিন্দা তাজিমুদ্দিন আহমেদ তিনি মশালদহ উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে আসেন স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের কাছে।

অভিযোগ, রিপোর্ট দেখানোর সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা চিকিৎসক তথা মেডিক্যাল অফিসার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে রোগীর পরিবারের এক সদস্যের মাথায় মোবাইল ছুড়ে মারেন বলেও অভিযোগ। একজন চিকিৎসকের এই রূপ আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর পরিবার।

মসলদহ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ক্ষভে ফেটে পড়েন রোগীর পরিবার। ঘটনা কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী সহ তার পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + two =