নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৫,আগস্ট :: চিত্তরঞ্জন আসানসোল প্রধান সড়কের উপর দেন্দুয়া ড্রিম ল্যান্ডের কাছে রাস্তায় বড় বড় গর্ত। যানবাহন চলাচল করতে হচ্ছে অসুবিধা।স্থানীয় তৃণমূল নেতা ফুচু বাউরি জানান বহু দিন ধরেই রাস্তায় গর্ত তৈরি হয়েছে।একবার পি ডাবলু ডি কর্তৃপক্ষ সাময়িক মেরামত করেছিলো তবে এত বৃষ্টির জেরে এবং নর্দমার জল জমে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে।যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে।পি ডাবলু ডি কর্তৃপক্ষ একবার দেখে গেলো কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
তাই মানুষের অসুবিধার কথা মাথায় রেখে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা তৎক্ষণাৎ সামান্য মেরামত করছি।যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।