নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৬,নভেম্বর :: চিরাচরিত প্রথা মেনে রাস চক্র ঘুরিয়ে ২১২ তম রাস উৎসবের সূচনা হল কোচবিহারে। শুক্রবার রাতে মদনমোহন মন্দিরে বিশেষ পুজোর ঐতিহ্যবাহী রাস চক্র ঘুরিয়ে কোচবিহার জেলা শাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ কুমার মিনা রাস উৎসব সূচনা করেন।
তার আগে বিশেষ পুজা অনুষ্টিত হয় মদন মোহন মন্দির প্রাঙ্গনে । রাজ আমলের প্রথা মেনে সারা দিন উপোষ থেকে বিশেষ পুজায় বসেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা । এরপর তিনি মদনমোহন দেবের সামনে পূজা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পূজা দেওয়া হয়।
জেলা শাসক রাসচক্র ঘুরিয়ে উদ্বোধনের পর সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় মদন মোহন ঠাকুর বাড়ির গেট । গেট খুলতেই রাস চক্র ঘোরানোর জন্য ঢল নেমে পড়ে সাধারন মানুষের ।যদিও সন্ধ্যা থেকে মদনমোহন ঠাকুরবাড়ির বাইরে ভিড় করে থাকেন সাধারণ মানুষ ।
তবে প্রতিবছরই মদন মোহন ঠাকুরবাড়ি রাস উৎসব উদ্বোধনের দিন কোচবিহার পৌরসভা পরিচালিত রাসমেলার শুভ উদ্বোধন হলেও এই বছর শনিবার ১৬ নভেম্বর রাসমেলার উদ্বোধন হবে ।