চুঁচুড়ায় — অষ্টম বর্ষে রসগোল্লা দিবস উদ্‌যাপন, শিশু দিবসে মিষ্টির আনন্দে মেতে উঠলো শহর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ১৫,নভেম্বর :: স্বতন্ত্র হুগলী জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে চুঁচুড়ার ঘড়ির মোড়ে পালিত হলো অষ্টম বর্ষ রসগোল্লা দিবস। বিকেলের পর থেকেই ঘড়ির মোড়ে উপচে পড়ে মানুষের ভিড়। কয়েকশো রসগোল্লা নিয়ে এসে সাধারণ মানুষের হাতে বিলি করলেন জেলার বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্তারা।

রসগোল্লার জিআই ট্যাগ স্বীকৃতি পাওয়ার দিনকে কেন্দ্র করেই প্রতিবছর এভাবে উদ্‌যাপিত হয় রসগোল্লা দিবস। তারই ধারাবাহিকতায় এ বছরও একইভাবে মিষ্টিমুখ করাতে উদ্যোগ নেয় হুগলি জেলার বিভিন্ন বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন। এছাড়াও চুঁচুড়া শহরের বহু রসগোল্লা প্রেমী এই উদ্‌যাপনে যোগ দেন। শিশু দিবস হওয়ায় ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো—রসগোল্লা নিতে লম্বা লাইন দেখা যায় ঘড়ির মোড়জুড়ে।

শহরের মানুষের মুখে হাসি ফোটাতে ও ঐতিহ্যবাহী বাংলার মিষ্টান্ন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এই উদ্‌যাপন করে চলেছে হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। রসগোল্লা দিবসও সেই আনন্দে ভরিয়ে দিল চুঁচুড়ার রাস্তাঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =