নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: ভাইফোঁটার পবিত্র দিনে আজ চুঁচুড়ার “আরোগ্য” সংস্থার উদ্যোগে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরু কুঞ্জের আবাসিকদের ভাইফোঁটা দিতে উপস্থিত ছিলেন হুগলি সদর মহকুমা শাসক স্মৃতা শান্যাল শুক্লা।
এই দিনে আবাসিকদের চোখে ছিল এক অজানা আনন্দের ঝিলিক, আবার সঙ্গে ছিল আবেগে ভেজা মুহূর্তও। ভাইফোঁটা নেওয়ার সময় অনেকের চোখেই দেখা গেলো জল — সেই জল যেন ভালোবাসা, মমতা ও মানবিকতার প্রতীক।
স্মৃতা শান্যাল শুক্লা নিজে আবাসিকদের হাতে রাখি বেঁধে, তিলক দিয়ে, মিষ্টিমুখ করিয়ে জানান, “আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ। ওদের মুখের হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোগ্য সংস্থার কর্মকর্তারা, কর্মী ও স্বেচ্ছাসেবীরা। ভাইফোঁটা উপলক্ষে আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোজেরও।
দিনের শেষে চুঁচুড়ার “আরোগ্য” সংস্থার আবাসনে ছড়িয়ে পড়ে ভালোবাসা, মায়া ও মানবিকতার এক অনন্য পরিবেশ — যা ভাইবোনের সম্পর্কের পবিত্র বন্ধনকেই আরও মজবুত করল।

