চুঁচুড়ায় তৃণমূল বিধায়কের কড়া বার্তা: দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: হুগলি জেলার চুঁচুড়ায় শোরগোল ফেলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের একটি দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দেন তিনি। এমনকি, অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন।ঘটনার সূত্রপাত জল জমার অভিযোগ খতিয়ে দেখতে অসিত মজুমদার ওই এলাকায় গেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জিটি রোডের পাশে গাড়ি থেকে নামতেই তিনি দেখতে পান, কার্যালয়ের লাগোয়া গাছ তলায় কয়েকজন যুবক গাঁজা টানছে। সঙ্গে সঙ্গে তিনি ধর ধর বলে ছুটে যান। তবে যুবকেরা পালিয়ে যায়।

এমন ঘটনা দলীয় কার্যালয়ের সামনে ঘটতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। তিনি বলেন
“আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম। কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজবিরোধী কার্যকলাপ করবে, এটা আমি হতে দেব না।”

এরপর দলীয় কর্মীদের ধমক দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দলের কার্যালয়ের পাশে এ ধরনের কার্যকলাপ কীভাবে চলছে! খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা ইন্দু পাশওয়ান ও উপ-প্রধান প্রদীপ রায়।

কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে আঙুল উঁচিয়ে অসিত মজুমদার কড়া হুঁশিয়ারি দেন—
“অবিলম্বে কার্যালয়টি বন্ধ না করলে আমি নিজেই ভেঙে দেব।”

অবশেষে তিনি ইন্দু পাশওয়ানকে স্পষ্ট নির্দেশ দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই কার্যালয়ে তালা ঝোলাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =