চুঁচুড়ায় পুলিশের উদ্যোগে প্রবীণদের পুজো পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১,অক্টবর :: চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্তরিক উদ্যোগে ও “স্পর্শ” সংস্থার সহযোগিতায় এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। চুঁচুড়া থানার অন্তর্গত বহু প্রবীণ নাগরিককে নিয়ে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ দর্শন করানো হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চুঁচুড়া থানার লেডি অফিসার সাদেকা খাতুন। সকাল থেকেই পুলিশ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রবীণরা গাড়িতে করে শহরের খ্যাতনামা প্রতিমা ও মণ্ডপ ঘুরে দেখেন। তাঁদের চোখেমুখে ধরা পড়ে আনন্দের ঝলক।

ভ্রমণ শেষে চুঁচুড়া পুলিশ লাইনে আয়োজিত হয় বিশেষ মধ্যাহ্নভোজ। দিনটি প্রবীণদের কাছে হয়ে ওঠে স্মরণীয়। পুলিশ ও “স্পর্শ”-এর এই যৌথ উদ্যোগ সমাজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =