নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ২৭,এপ্রিল :: চুঁচুড়ার ঐতিহ্যবাহী ঘড়ির মোড়ে এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের সভা উত্তাল হয়ে ওঠে।
সকাল থেকেই ঘড়ির মোড় চত্বরে মানুষের ঢল নামে। হাতে তৃণমূলের পতাকা, গলায় প্রতিবাদী স্লোগান — মঞ্চে একে একে বক্তব্য রাখেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং হুগলী পৌরসভার সম্মানীয় কাউন্সিলররা।
বক্তৃতার শুরুতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী তো শিশির অধিকারীর ছেলে। তাহলে নিজেকে মোদির বাচ্চা বলে পরিচয় দিলেন কেন, সেটাই আমার বোধগম্য নয়।” তার এই মন্তব্যে মঞ্চের সামনের হাজার হাজার জনতা উল্লাসে ফেটে পড়ে।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন,”বাংলার মানুষ উন্নয়ন চায়, বঞ্চনা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং ভবিষ্যতেও নামবো।”