চুঁচুড়ার চকবাজারে হুগলী পোষ্ট অফিসে দেদার বিকোচ্ছে ২৫ টাকার তিরঙ্গা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: স্বাধীনতার ৭৫বর্ষ পূর্তিতে মাত্র ২৫টাকার বিনিময়ে ডাকঘর থেকেই মিলছে জাতীয় পতাকা। ভারতীয় ডাক বিভাগের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা। সাধুবাদ জানিয়েছেন ডাক বিভাগের কর্মীরাও। চুঁচুড়ার চকবাজারে হুগলী পোষ্ট অফিসে দেদার বিকোচ্ছে তিরঙ্গা।

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ প্রকল্পে ভারতীয় ডাকঘর জাতীয় পতাকা বিক্রির উদ্যোগ নিয়েছে। যে কোন পোষ্ট অফিসে আপনি বর্তমানে জাতীয় পতাকা কিনতে পারবেন। মাত্র ২৫টাকার বিনিময়ে জাতীয় পতাকা কিনতে হুগলী পোষ্ট অফিসে সাধারনের ঢল নামছে।

অফিসের গতানুগতিক কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য শুধু জাতীয় পতাকা বিক্রির জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে। এদিন পোষ্ট অফিসে আসা অঞ্জলি সাহা ও নবকুমার পাল ৪টি করে পতাকা কিনে ফেললেন। তাঁদের বক্তব্য দামটা সামান্য। আর স্বাধীনতার ৭৫বর্ষ পূর্তি বলে কথা।

আত্মীয়-স্বজনদের জাতীয় পতাকা দিয়ে স্বাধীনতার শুভেচ্ছা জানাবো। পোষ্টমাস্টার দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন ব্যাপক সাড়া মিলছে। শুধু কাউন্টার সেলই নয় যারা অনলাইনে জাতীয় পতাকা বুক করছে আমাদের পিওন তাঁদের বাড়িতে গিয়ে পতাকা পৌঁছে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =