নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৫,এপ্রিল :: ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণ করার | কৌশিক আবার শিব ভক্ত তাই তার জীবনের প্রথম সাইকেল ভ্রমণ শুরু করল কেদারনাথ বদ্রীনাথ দিয়ে।
জীবনের স্বপ্ন পূরণ করতে চুঁচুড়ার ধরমপুর তাঁতীপাড়া থেকে মামা ভাগ্নে সাইকেল চালিয়ে কেদারনাথ বদ্রিনাথ যাত্রা শুরু করলেন।
এই যাত্রায় কৌশিক তার মামা সুকুমার বিশ্বাস কে সফর সঙ্গী করলেন। হুগলী চুঁচুড়ার অন্তর্গত ধরমপুর তাঁতীপাড়া থেকে জীবনের স্বপ্ন পূরণ করতে সাইকেল চালিয়ে সারা ভারত ভ্রমণ করতে বেরোলেন চুঁচুড়ার ধরমপুর তাঁতী পাড়ার বাসিন্দা কৌশিক সরকার সঙ্গে এই যাত্রা পথে তার সফর সঙ্গী করে নিয়েছেন তার মামা সুকুমার বিশ্বাসকে।
এই যাত্রার উদ্দেশ্যে নিয়ে কৌশিক জানায় যে আমার বহুদিনের স্বপ্ন ছিল সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণ করব আমি শিব ভক্ত তাই আমার এলাকার শিবমূর্তিতে পুজো দিয়ে আরেক বাবার কাছে মামাকে সঙ্গে করে রওনা দিচ্ছি। প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা পৌঁছবে কেদারনাথ ধামে।
কৌশিক পেশায় একজন রংমিস্ত্রি দিনমজুরের কাজ করে এই স্বপ্নকে সার্থক করতেই এই উদ্যোগ নিয়েছে মামা ভাগ্নে। কৌশিক বলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে ।
সেই কারণেই মামাকে সঙ্গে করে মামার সঙ্গে পরামর্শ করে আজকের এই দিনটাতে কেদারনাথ যাবার পরিকল্পনা শুরু করেছি। এলাকার মানুষজন বহু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই যাত্রা পথে।
এই কেদারনাথ যাত্রায় কৌশিকের বাবা সঞ্জয়বাবু বলেন যে ছেলে যে এই উদ্যোগ নিয়েছে তাতে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি কারণ এতদূর সাইকেল চালিয়ে যাচ্ছে। ট্রেন বাইকে তো সবাই যাতায়াত করে কিন্তু সাইকেল চালিয়ে কজন এই যাত্রা করতে পারে এতে আমি খুব উৎসাহিত ও আনন্দ পেয়েছি।
বাবা হয়ে আমি গর্ব অনুভব করি যে এই সাইকেল নিয়ে এতটা পথ পরিক্রম করার পর প্রাকৃতিক দৃশ্য সুন্দর্য উপভোগ করতে করতে তারা এই যাত্রা সফল করুক এই কামনাই করলেন কৌশিকের বাবা সঞ্জয় সরকার।