আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: বেশ কয়েকদিন ধরেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার নিজস্ব পঞ্চায়েত এলাকাগুলিতে ঘুরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ স্থাপন করছেন।
অন্যদিনের মতোই আজ ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় ঢুকেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সকলের সাথে কথা বলছিলেন সকলের অভাব অভিযোগ শুনছিলেন, ঠিক সেই সময় ওই এলাকার বাসিন্দা বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধায়ককে ধরে বলেন, আপনি অসৎ সঙ্গিদের নিয়ে সাথে ঘুরে বেড়াচ্ছেন ।
তাই তিনি বলেন অসৎ সঙ্গে নরকবাস, আর সৎ সঙ্গে স্বর্গবাস , তাই আপনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার স্বর্গবাস হবে না, অন্যদিকে আশুতোষ বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এলাকার জমি মাফিয়া এবং অসৎ মানুষদের নিয়ে বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন তাই জন্যই বিধায়ককে আমি সেই কথা বলেছি ।
বিধায়ক অত্যন্ত ভালো মানুষ, কে খারাপ কে ভালো তিনি জানেন না, অন্যদিকে এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান আমাকে সবাইকে নিয়ে চলতে হয় চোরের ভোটও এক ভোট, আর ডাক্তারের ভোটও এক ভোট। তিনি এও জানান এটা তৃণমূলের জামানা এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা রয়েছে।
তাইতো সাধারণ মানুষ তাদের সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরতে পারছেন।, এটা সিপিএম আমল নয় , সাধারণ মানুষ যে তাদের কথা বলতে পারছেন এ থেকে প্রমাণ হয় যে বাংলায় গণতন্ত্র রয়েছে।