চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করিয়ে দেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ১৩,এপ্রিল :: চুঁচুড়া বিধানসভা এলাকার অন্তর্গত ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল মোড় সংলগ্ন, ব্যান্ডেল শ্যামা গ্যাস গোডাউনের উল্টোদিকে দিনের আলোয় এক প্রাকৃতিক পুকুর বেআইনিভাবে ভরাটের চেষ্টা চলছিল।

এই খবর পৌঁছাতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করিয়ে দেন।

বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, শহরের কোনও জলাশয় বেআইনিভাবে ভরাট হতে দেবেন না। তিনি বলেন, “কোনও পুকুর যদি কাগজে ভিটে জমি হিসেবেও রেজিস্টার হয়ে থাকে, তবুও সেটি ভরাট করা যাবে না। পুকুর ভরাটের ফলে শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।”

এই ঘটনায় স্থানীয় মানুষজন বিধায়কের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, আগামী দিনে আরও কঠোর হাতে এ ধরনের বেআইনি কার্যকলাপ রোখা সম্ভব হবে।

এই ধরনের পদক্ষেপ শুধু পরিবেশ রক্ষা নয়, শহরের ভবিষ্যৎকে নিরাপদ করার দিকেও এক বড়ো পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =