নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: শহরের মানুষের বহু দিনের চাহিদার সমাধান হতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কে এম ডি এর উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে নব নির্মিত দ্বিতীয় যে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছে সেই বৈদ্যুতিক চুল্লির প্রাথমিক কাজ শুরু করা হলো।
আগামী ছয় মাস কে এম ডি এর তত্ত্বাবধানে সমস্ত রকম সুবিধা অসুবিধা খতিয়ে দেখা হবে এই বৈদ্যুতিক চুল্লির। একটি বৈদ্যুতিক চুল্লি থাকলেও শ্যাম বাবুর ঘাটের যত দিন যাচ্ছে চাপ বাড়ছে তত তাই আরেকটা চুরি হলে এলাকার মানুষের আরেকটু সুবিধা হবে বলে এই উদ্যোগ।
পরীক্ষা নিরীক্ষা পর বিশেষজ্ঞরা দেখে নেবেন।তারপর সরকারি ভাবে হুগলী চুঁচুড়া পৌরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী।