চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামে অক্ষয়তৃতীয়ায় জটিলেশ্বর শিবের পুজো উপলক্ষে গ্রামবাসীরা রথযাত্রার আয়োজন করলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: ২৩শে এপ্রিল :: চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামে অক্ষয় তৃতীয়ায় জটিলেশ্বর শিবের পুজো উপলক্ষ্যে গ্রামবাসীরা রথটানের আয়োজন করলো। রথটান আমরা দেখে থাকি আষাঢ় মাসে। রথে চাপেন জগন্নাথ। কিন্তু সিমলা গ্রামে রথে চাপেন জটিলেশ্বর দেবের প্রতিনিধি হয়ে বাণেশ্বর দেব।

সকালে রথটানের দড়িতে ভক্তদের সাথে হাত ছোঁয়ালেন বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদ সদস্যা জয়া ঢালি, প্রধান বিদ্যুৎ বিশ্বাস, শিক্ষাবিদ নন্দদুলাল বিশ্বাস সহ গ্রামের আবালবৃদ্ধবনিতা। সকাল হতে পুজোয় ব্যস্ত পুরোহিত। ভক্তরা ঠাকুরের মাথায় জলঢালা, বাতি, ধূপ জ্বালানোর সাথে মনস্কামনা পূরণে প্রণামও সেরে নিচ্ছেন। পুজো দিতে আসা এক ভক্ত জানালেন, এবছর পুজোয় যাত্রার সাথে মেলা প্রভৃতি সাংস্কৃতিক কর্মসূচী নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =